বগুড়া: বগুড়া শহর যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটি নেতাকর্মিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। মঙ্গলবার বিকেলে নবাববাড়ী রোডস্থ দলীয় কার্যালয়ে আহ্বায়ক আহসান হাবিব মমি ও সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কি নেতাকর্মিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। নেতাকর্মিদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, এসময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়কক মিটির সদস্য ফারুকে আযম, শাহ্ নেওয়াজ সাজন, রেজাউলকরিম লাবু, তাহজমিলুর ইসলাম বিচিত্র, রাশেদুল কবির রাশেদ,শাহাদত হোসেন সোহাগ,মাসুম, বাইতুল্লাহ শেখ,সাদ্দাম, মিল্টন,মেহেদি হাসান বাপ্পি, রোকন সহ প্রমূখ।