কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ তৃতীয় বারের মত দেশসেরা মাছের রেনু-পোনা উৎপাদকারী নির্বাচিত হয়ে জাতীয় স্বণপদক লাভ করায় কাহালুর আলহাজ্ব মোঃ শফিকুল ইসলামকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার বাদ আছর কাহালু রেলওয়ে বটতলায় উপজেলা পোনা উৎপাদনকারী সমবায় সমিতি লিঃ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, সমাজসেবক, মাছচাষি, জেলেসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ এই গুণী মাছচাষিকে ক্রেস্ট, ফুলের মালা, ফুলেরতোড়া দিয়ে সংবর্ধিত করেছেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পোনামাছ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পোনামাছ উৎপাদনকারী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, নারহট্ট ইউপি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার সহ উপজেলা পোনামাছ উৎপাদনকারী সময়বায় সমিতির নেতৃবৃন্দ।