গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকাগামী এসআর পরিবহনে তল্লাশী চালিয়ে ৯৪ বোতল ফেন্সিডিলসহ ৩ জন যুবককে আটক করেছে পুলিশ । আটককৃতরা হলো বাসযাত্রী দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার দল্লা নুনামাটি গ্রামের মৃত হামিদুলের ছেলে মাসুদ রানা(২০), দল্লাবানিয়াখাড়ি গ্রামের হাফিজার রহম্নের ছেলে নুর ইসলাম (২১)ও একই জেলার কোতয়ালী থানার বড়াইপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে সাকিব(২০)। থানা সূত্রে জানা যায়, সোমবার রাত অনুমানিক সাড়ে ১০ দিকে গোবিন্দগঞ্জ থানার এসআই আকতারের নেতৃত্বে পুলিশের একটি দল গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌরসভার বাঁধন পেট্রোল পাম্পের সন্নিকটে দিনাজপুর হতে ঢাকাগামী এসআর পরিবহনের বাসে থল্লাশী ৩টি স্কুল ব্যাগ থেকে ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ওই ৩ যুবককে আটক করে।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইন চার্জ একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।