গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেশার ট্যাবলেট টাপেন্টাসহ এক যুবককে আটক করেছে র্যাব। গতকাল দুপুরে উপজেলার ফুলপুকুরিয়া বাজার এলাকা থেকে র্যাব জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে। র্যাব তাঁর কাছ থেকে ৭শ’ পিছ ভারতীয় নিষিদ্ধ টাপেন্টা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত ব্যক্তি গোবিন্দগঞ্জ উপজেলার চক কোচমুড়ি গ্রামের মৃত নবাব আলীর ছেলে সাইফ উদ্দিন (৩৯)। সে জেলার বিভিন্ন জায়গা এই নতুন নেশার ট্যাবলেট সরবরাহ করতেন বলে জিজ্ঞাসাবাদে র্যাবকে জানায়। থানা পুলিশ সূত্রে জানা যায়, টাপেন্টা ট্যাবলেট ভারতীয় একটি নিষিদ্ধ ঔষধ। চোরাই পথে ভারত থেকে এই ট্যাবলেট বাংলাদেশে প্রবেশ করে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, নেশাদ্রব্য টাপেন্টা ট্যাবলেট সহ সাইফ উদ্দিনের আটকের তথ্য নিশ্চিত করেন।