ঢাকা : করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে ৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে।
৮ সেপ্টেম্বর ২০১৮ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষা, ১১ সেপ্টেম্বর ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা শুরু হবে। এ ছাড়া অন্যান্য প্রফেশনাল পরীক্ষা নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে। সব পরীক্ষার সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষায় তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রে আসনবিন্যাস করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া, পরীক্ষাসংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।