মোকামতলা (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এক গার্মেন্টস কর্মীর বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এঘটনায় আসবাবপত্রসহ প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার দেউলী ইউনিয়নের ভরিয়া পশ্চিম পাড়া গ্রামে গার্মেন্টস কর্মী রফিকুল ইসলামের বাড়িতে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রফিকুল ইসলাম ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। তার স্ত্রী সকালে এনজিও-র কিস্তি দিতে গেলে বাড়িতে থাকা রাইস কুকার থেকে বৈদ্যুতিক সর্ট সার্কিটের সুচনা হয়। মহূর্তেই আগুনে ছেয়ে যায় পুরো বাড়ি। পুরে ভস্মীভূত হয় ফ্রিজ,টেলিভিশন, খাট,সোফা,টেবিল,চেয়ার,সাইকেলসহ বিভিন্ন আসবাব পত্র। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দেউলী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হাই প্রধান জানান, বিষয়টি আমি ইউএনও মহোদয়কে অবহিত করে ক্ষতিগ্রস্ত পরিবারটির বাড়ি পরিদর্শন করেছি।