বগুড়া: পেট কেয়ার টিম বগুড়ার আয়োজনে ফ্রি-পেট এনিম্যালমেডিকেল ক্যাম্পেইনের উদ্ধোধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার বগুড়া জিলা স্কুল মাঠে দিনব্যাপি পেট কেয়ারটিম বগুড়ার আয়োজনে ফ্রি-পেট এনিম্যাল মেডিকেলক্যাম্পেইনের উদ্ধোধন করেন অনুষ্ঠানের উদ্ভোধক বগুড়া জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মাহমুদ খান রনি।পেট কেয়ার টিম বগুড়ার সভাপতি মঈনুল হাসানেরসভাপতিত্বে ও আরমান সাদিক আবিরের সঞ্চলনায় উদ্ধোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলীবেগ। বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাকর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী, সদর উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, শহর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক এ্যাডোনিস বাবু তালুকদার, জেডবি গ্রুপের চেয়ারম্যান মোস্তফা মাহমুদ শাওন, ডিবিসি নিউজ বগুড়া অফিস প্রধান রাকিবুল হাসান জুয়েল।এসময় সংগঠনের সকল সদস্য উপস্থিত ছিলেন।