কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ রাজস্ব বাজেটের আওতায় বগুড়ার কাহালু উপজেলার ১৩ টিপ্রাতিষ্ঠানিক পুকুরে পোনামাছ অবমুক্ত করণের জন্য৪০৮ কেজি রুই মাছের পোনা বিনামুল্যে প্রদানকরা হয়েছে। সোমবার দুপুরে কাহালুরনারহট্ট সরকারি হ্যাচারীর পুকুর থেকে বিভিন্নশিক্ষা প্রতিষ্ঠান কতৃপক্ষের কাছে পোনামাছবিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃমাছুদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলাসিনিয়ার মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন,উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ লালু, নারহট্টইউপি চেয়ারম্যান রুহুল আমিন তালুকদার বেলাল,উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তারাইহাতুন্নেছা।