কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গতকাল রবিবার বগুড়াথিয়েটারের নাট্যাচার্য ড. সেলিম আলদীন মঞ্চেবাংলাদেশ গ্রাম থিয়েটার পুন্ড্র অঞ্চলের জরুরী সভাঅনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গ্রামথিয়েটার পুন্ড্র অঞ্চলের সমন্বয়কারী শাহাজাত আলীবাদশা। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেনবাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদকতৌফিক হাসান ময়না। বিশেষ অতিথির বক্তব্য রাখেনবাংলাদেশ গ্রাম থিয়েটারের আন্তর্জাতিক বিষয়কসম্পাদক আব্দুল হান্নান। অন্যান্যদের মধ্যে বক্তব্যরাখেন ধুনট থিয়েটার আইনাল হক, সারিয়াকান্দিথিয়েটারের রফিকুল ইসলাম, মোজাফফর, লাবলু,কাহালু থিয়েটারের মুনসুর রহমান তানসেন, বগুড়াথিয়েটারের অলক, আদমদিঘী থিয়েটারের অতুল,শ্রীবাস প্রাং, আব্দুল কাদের খোকন, গোলাবাড়িথিয়েটারের উজ্জল, রানা, পাঁচপীর প্রভাতী থিয়েটারেরআঃ বাসেদ, আবু সাইদ, তালোড়া নাগরথিয়েটারের ইনছান, বগুড়া কলেজ থিয়েটারের রবিউল,মিজানুর রহমান নিয়নসহ পুন্ড্র অঞ্চলের গ্রামথিয়েটারের প্রতিনিধি বৃন্দ। জরুরী সভায় সিদ্ধান্ত হয় সম্প্রতি মানিকদাইর চরে গ্রামথিয়েটারের সেবা কেন্দ্রের জন্য সার্বিকসহযোগীতা যারা করেছেন তাদেরকে খুব শিঘ্রইকৃতজ্ঞতা প্রকাশ পত্র পাঠানো হবে। গ্রামথিয়েটারের পুন্ড্র অঞ্চলের সকল ইউনিটকে নাটকেরপ্রস্তুতি নিতে হবে। করোনা পরিস্থিতি বিবেচনাকরে গ্রাম থিয়েটারের সেবা কেন্দ্রের মাধ্যমেমানবিক সহায়তা ও স্বাস্থ্যসেবা অব্যহত রাখাহবে।