বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার শিশু বান্ধব ইউএনও আল্পনা ইয়াসমিন আশ্রায়ন প্রকল্পের পরিদর্শনে গিয়ে ছোট ছোট শিশুদের সাথে খেলতে নেমে পড়লেন। জানা যায়, উপজেলার আধাইপুর ইউনিয়নের সত্যপাড়া গ্রামের আশ্রায়ন প্রকল্পের বাসিন্দাদের ডাটাবেইজ সহ পরিদর্শন করতে যান উপজেলা নির্বাহী অফিসার আল্পনা ইয়াসমিন। সেখানে গিয়ে ছোট ছোট শিশুদের ডাটাবেইজ এর কপি দেখালে শিশুরা তাদের বাবাদের ছবি দেখে চিনতে পারেন। ইউএনও মহোদয় বাচ্চাদের এই মনস্তাত্ত্বিক বিষয়টি দেখে মুগ্ধ হয়ে যান। তিনি তখন তাঁর জীপ গাড়ি থেকে একটি বল এনে বাচ্চাদের সাথে খেলতে শুরু করেন। বচ্চারা মহাখুশি হয়ে যান। সেইসাথে বাচ্চাদের অভিভাবক গণও মহাখুশি হন। ইউএনও’র এহেন কর্মকাণ্ডে আশ্রায়নের বাসিন্দারা তাঁর প্রতি কৃতঞ্জতা প্রকাশ করেন। শেষে ইউএনও তাদের খোঁজখবর নিয়ে সেখান থেকে চলে আসেন।#