বগুড়া স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের ত্রি-বাষিক নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার উডবার্ণ পাবলিক লাইব্রেরীতে সকাল ৯টা থেকেবিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে। বগুড়াস্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত কমিটিতে পুনরায় সভাপতি মাহফুজাররহমান সহ-সভাপতি নুর আলম শাহ, হাসান আলী, পুনরায়সাধারণ সম্পাদক আব্দুল হাই রুবেল, সহ-সাধারণসম্পাদক রাজ মাহমুদ কাওছার, লিমন হোসেন,সাংগঠনিক সম্পাদক সেলিম সরদার, সহ-সাংগঠনিকসম্পাদক হযরত আলী, কোষাধ্যক্ষ সবুজ মিয়া, দপ্তরসম্পাদক খাইরুল ইসলাম, প্রচার সম্পাদক ফয়সালআহম্মেদ, ক্রিড়া সম্পাদক সাফেল, সাংস্কৃতিকসম্পাদক মিলন শেখ, ধর্মীয় সম্পাদকরাসেল জিলাদারনির্বাহী সদস্য মামুনুর রশিদ,আইয়ুর আলী, রাজুআহম্মেদকে বেসরকারি ফলাফল হিসাবে ঘোষনা করেনবগুড়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বগুড়া স্বর্ণশিল্পীশ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটিরপ্রধান নির্বাচন কমিশনার সুলতান মাহমুদ খান রনি।