ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় ৬ষ্ঠ শ্রেণীতে পড়–য়া একমাদ্রাসা ছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় গোলামরব্বানী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছেপুলিশ।শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে ধুনট উপজেলার এলাঙ্গীইউনিয়নের রাঙ্গামাটি গ্রাম থেকে ওই ধর্র্ষককেগ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত গোলাম রব্বানী ওই গ্রামের মৃত হবিবররহমানের ছেলে।জানা গেছে, ধুনট উপজেলার রাঙ্গামাটি দিদারপাড়াএলাকার জনৈক এক ব্যক্তির মেয়েকে গত ৬ জুলাইপ্রতিবেশি চাচা গোলাম রব্বানী তাকে জোরপূর্বকধর্ষণ করে।এদিকে ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় কতিপয়কিছু নেতা ও গ্রাম্য মাতব্বরা ওই পরিবারকে আইনগতসহায়তা নিতে বাধা প্রদান করে।একপর্যায়ে শনিবার (৪ সেপ্টেম্বর) রাতে ধর্ষিতারবাবা বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়েরকরেন।এদিকে মামলা দায়েরের পরপরই ধুনট থানা পুলিশ ওইধর্ষককে গ্রেফতার করতে অভিযান চালায়।অভিযানের সময় আসামী পক্ষের লোকজন পুলিশকেহেনস্থা করারও চেষ্টা করেন।এব্যাপারে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পর পরই মামলা রেকর্ড করে অভিযান পরিচলনা করে অভিযুক্তকেগ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারের সময় পুলিশকে হেনস্তা হতে হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, অনেক সময়ইআসামী ধরতে গিয়ে পুলিশ সদস্যদের হেনস্তার শিকারহতে হয়। তারপরও অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেপুলিশ। গ্রেফতারকৃত আসামীকে রবিবার বগুড়ারআদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।