কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ গুণগতমানের মাছেররেনু-পোনা উৎপাদনে তৃতীয়বার দেশসেরা হয়ে জাতীয় স্বর্ণপ্রদক লাভ করায় কাহালুর বিবির পুকুরের আললহাজ্ব শফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানান, বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউলহক। গতকাল রবিবার কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান তাকে জেলাপ্রশাসকের কার্যালয়ে নিয়ে যান। সেখানে নিয়েগেলে দেশসেরা এই রেনু-পোনা উৎদনকারী গুণীমাছচাষি আলহাজ্ব মোঃ শফিকুল ইসলামকে ফুলেলশুভেচ্ছা জানান জেলা প্রশাসক।