ঢাকা: আপাতত ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের টিকা দেয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের এক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত শুক্রবার চাঁদপুরের একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছিলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন- ১২ থেকে ১৮ অনূর্ধ্ব শিক্ষার্থীদের টিকা দেয়ার জন্য। সব টিকা ১৮ অনূর্ধ্ব বয়সীদের দেয়া যায় না। যে টিকাগুলো দেয়া যায় সেই টিকার ব্যবস্থা করে দেয়া হবে।
এদিকে গতকাল স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক রাজধানীর একটি অনুষ্ঠানে বলেছিলেন, ১৮ অনূর্ধ্ব শিক্ষার্থীদের ফাইজার ও মডার্নার টিকা দেয়া হবে। এর একদিন পরই ওই সিদ্ধান্ত সরে আসলো স্বাস্থ্য অধিদপ্তর।