বগুড়া : বগুড়ায় হাইওয়ে পুলিশের আয়োজনে মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক মতবিনিময় সভা গতকাল শনিবার চারমাথা সেঞ্চুরী মোটেলে অনুষ্ঠিত হয়।
রাজশাহী ও রংপুর বিভাগের পরিবহন মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাইওয়ে পুলিশ রিজিয়ন বগুড়ার পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, উত্তরা লের সকল গাড়ী বগুড়াকে ব্যবহার করে থাকে। সমন্বয় ও সমন্বিত প্রচেষ্টা দ্বারা আমরা নিরবচ্ছিন্ন সড়ক উপহার দিতে পারি। দুর্ঘটনা এড়াতে রাস্তার মাঝপথে যাত্রী ওঠানো, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, বাসের ছাদে যাত্রী ওঠানো, ওভারটেকিং করা, অপরিচিত লোকের দেয়া খাবার গ্রহন, অবৈধ গাড়ীর যাত্রী হওয়া থেকে বিরত থাকতে হবে।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু হায়দার মো. ফয়জুর রহমান, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. জাহিদুর রহমান চৌধুরী, বগুড়া মোটর মালিক গ্রæপের সভাপতি শাহ মো. আখতারুজ্জামান ডিউক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, জেলা মটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ মিটুল, সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, আন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক মো. শাহজাহান, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক খায়রুল, কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ি পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেনসহ রাজশাহী ও রংপুর বিভাগের বাস ও ট্রাক মালিক সমিতির সদস্যবৃন্দ।
মতবিনিময় সভায় দুর্ঘটনা রোধে সচেতনতার লক্ষ্যে এক প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়।