বগুড়ায় সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে হত দরিদ্রদের মাঝে ক্রাণ বিতরন করা হয়েছে। শুক্রবার বিকালে সদরের খামার কান্দি পশ্চিপাড়া সংগঠন কার্যালয়ে প্রায় ২ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরন করা হয়। সংগঠনের সভাপতি খায়রুল ইসলাম রকির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আলী আজগর তালুকদার (হেনা)। আমন্ত্রিত অতিথি ছিলেন বিএনপি নেতা ১৯ নং ওয়ার্ড বিএনপিরসভাপতি রেজাউল হক রেজা, সাবেক যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন মুক্তার, সদও উপজেলা যুবলীগ এর সাংগাঠনিক সম্পাদক মোস্তফা কামাল নজরুল, উপজেলা ছাত্রলীগ এর সাংগাঠনিক সম্পাদক ওবাইদুল্লাহ সরকার স্বপন, খামারকান্দি কেন্দ্রীয় মসজিদ কমিটির সভাপতি গোলাম মোস্তফা, মতিয়ার রহমান মতি, সমাজ সেবক আমিনুল ইসলাম মিনহক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক পলিন হাসান।