বগুড়ায় বাংলাদেশ এলপি গ্যাস সোসাইটির এক সভা অনুষ্ঠিতহয়েছে। শনিবার দুপুরে শহরের খাজাপাড়া সংগঠনকার্যালয়ে কেন্দ্রীয় কমিটির আয়োজনে এই সভার আয়োজন করাহয়।সভায় সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো.মঞ্জুরুল হক মঞ্জু। এসময় আলোচনায় অংশ নেন সোসাইটিরসাধারণ সম্পাদক জি এম চৌধুরী হান্নান, সহ-সভাপতি মো.আব্দুল মালেক সরকার, রফিকুল ইসলাম খোকন, মোন্তেজার রহমানআঞ্জু, আব্দুল হালিম শেখ, যুগ্ম সাধারন সম্পাদক আছলামখাঁন, রবিউল ইসলাম সমর দাস। সভায় আরো উপস্থিত ছিলেন আমির হোসেন, রাজু আহম্মেদনিলু, ছাব্বির সানজিৎ, আশরাফুল ইসলাম আরজু, আজিজাররহমান প্রমুখ।আলোচনা সভায় নেতারা অবিলম্বে বগুড়ায় এলপি গ্যাস ডিপোদ্রুত চালু করার জন্য বিপিসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলেরনিকট জোর দাবী জানান। ছবি-ক্যাপশনঃ গতকাল শনিবার দুপুরে বগুড়া শহরের খাজাপাড়াসংগঠন কার্যালয়ে বাংলাদেশ এলপি গ্যাস সোসাইটিকেন্দ্রীয় কমিটির আয়োজনে আলোচনা সভায় বক্তব্য রাখেনসংগঠনের সভাপতি মো. মঞ্জুরুল হক মঞ্জু।