স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, বিসিবির কোষাগারে প্রায় ৯০০ কোটি টাকা আছে।
শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে ক্রিকেট বোর্ডের প্রয়াত পরিচালক আফজালুর রহমান সিনহার স্মরণে এক অনুষ্ঠানে অংশ নিয়ে নাজমুল হাসান বলেন, বিসিবির অনেক টাকা বেড়েছে, যা বিসিবির আয় থেকেই এসেছে। আমাদের সব স্পন্সর স্থানীয়, দেশের বাইরের না। আমরা টাকা অনেক কম পাই। তবু এই দুই মেয়াদে আমাদের এফডিআরে প্রায় ৯০০ কোটি টাকার মতো আছে।
পাপন বলেন, ২০২৩ সাল থেকে আমরা আরও অনেক বেশি টাকা পাব। আইসিসি আমাদের এত দিন যে অনুপাতে দিয়ে এসেছে, সেটা ঠিক নয়। আমি ওদের কাছে চ্যালেঞ্জ করেছিলাম, কিন্তু আট বছরের অর্থচক্রে পড়ে গিয়েছি। ২০২৩ থেকে অস্ট্রেলিয়ার সমান টাকা পাবে বাংলাদেশ। এত দিন আমাদের জিম্বাবুয়ের সমান টাকা দেওয়া হতো।
চলতি সেপ্টেম্বর মাসেই শেষ হচ্ছে দ্বিতীয় মেয়াদে বিসিবির সভাপতি নির্বাচিত হওয়া নাজমুল হাসানের মেয়াদ। এরপর হবে ক্রিকেট বোর্ডের নির্বাচন। তবে পাপনকে ডাক্তাররা পরামর্শ দিয়েছেন ক্রিকেট থেকে দূরে থাকতে।