ধুনট (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনকে নিয়ে কুরুচিপূর্ণবক্তব্য দেয়ার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ।শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তারাকান্দি গ্রামে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান অসিম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিন্না খান।লিখিত বক্তব্যে ছাত্রলীগ নেতা সোহানুর রহমান অসিম বলেন,গত ২ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গ সহ অনৈতিক কর্মকান্ডেরসাথে জড়িত থাকায় এলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণসম্পাদকের পদ থেকে সোহেল রানাকে অব্যহতি প্রদান করেনধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। সেইসঙ্গে সংগঠন পরিচালনার স্বার্থে ১নং যুগ্ন সাধারণসম্পাদক জিন্না খানকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করেএলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করাহয়েছে। এই ঘটনায় অব্যহতিপ্রাপ্ত সোহেল রানা ক্ষুদ্ধ হয়েউপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধেসামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েসংগঠনের ভাবমুর্তি ক্ষুন্ন করায় এর তীব্র প্রতিবাদ করছি।তবে সোহেল রানাকে উপেজেলা ছাত্রলীগের দপ্তর সেল থেকে বারবারএলাঙ্গী ইউনিয়ন ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ারজন্য নির্দেশ দেওয়া হলেও সে ব্যর্থ হয় এবং সে দিন-রাত এককুচক্রী মহলের সাথে অপকর্মের সঙ্গে জড়িত থাকায় তাকে স্ব-পদথেকে অব্যহতি প্রদান করা হয়েছে। তাই অব্যহতি প্রাপ্তসোহেল রানা দলের ভাবমুর্তি ক্ষুন্ন করতে সমাজিকযোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাইউপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে যেবক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া হয়েছে তা প্রত্যাহার না করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করাহবে বলেও সংবাদ সম্মেলনে জানান ছাত্রলীগ নেতারা।