ঢাকা : বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় এবার স্থান করে নিয়েছে বাংলাদেশের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় তিনটি হচ্ছে- বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।
টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র্যাংকিং-এর এই স্বীকৃতিতে বিশ্ববিদ্যালয়য়ের উপাচার্যরা বলেছেন, ‘যোগ্যতার উন্নয়নে আরও এগিয়ে যেতে গুরুত্ব দেয়া হবে’।
বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকা প্রকাশ করে টাইমস হায়ার এডুকেশন। ২০২১ সালে ৯৩টি দেশের প্রায় ১০ হাজার বিশ্ববিদ্যালয়ের মধ্য থেকে ১ হাজার ৬শ’ ৬২টির তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এবারের র্যাংকিংয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এক হাজার থেকে এক হাজার দুইশ’র মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান।
জাতিসংঘ নির্ধারিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনের ভিত্তিতে গবেষণা, স্টিয়ার্ডশিপ, আউটরিচ এবং শিক্ষণ এর মানদন্ডে এই তালিকা প্রকাশ করা হয়ে থাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলছেন, ‘আন্তর্জাতিক মান অর্জনে নানা কার্যক্রম নেয়া হয়েছে। ভবিষ্যতে এর সুফল পাওয়া যাবে’
চলতি বছরের ২১ এপ্রিলও টাইমস হায়ার এডুকেশনের র্যাংকিং এর তৃতীয় সংস্করণে দেশের ৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছিল।