বগুড়া: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপির হুইল চেয়ার ও নগদ অর্থ প্রদান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা বিএনপি বৃহস্পতিবার বিকেলে বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ইসলামপুর হরিগাড়ীর বিএনপি কর্মী প্রতিবন্ধী মাসুদ রানাকে হুইল চেয়ার ও শেরপুর পৌর বিএনপির সদস্য জাহিদুল ইসলামের ছেলেকে চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান করেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মোঃ সিরাজ। এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, বগুড়া পৌরসভার মেয়র ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান বকুল, বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হামিদুল হক চৌধুরী হিরু, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম। এসময় বগুড়া পৌরসভার ১৪নং ওয়ার্ডের ইসলামপুর যুব মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মো: হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া পৌরসভার মেয়র মো. রেজাউল করিম বাদশা, বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনাকে সংবর্ধণা প্রদান করা হয়েছে। ইসলামপুর যুব মানব কল্যাণ সংগঠনের উপদেষ্টা ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাজ্জাদ হোসেন পিন্টুর পরিচালনায় এ অনুষ্ঠানে জেলা বিএনপির পক্ষ থেকে একজন প্রতিব›দ্ধী ব্যক্তিকে হুইল চেয়ার এবং অপর একজনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবর রহমান বকুল, হামিদুল হক চৌধুরী হিরু, শেখ তাহা উদ্দিন নাহিন, সহিদ উন নবী সালাম, ওয়ার্ড বিএনপি নেতা মিজানুর করিম মাসুদ, আনছার আলী, ইসলামপুর যুব মানব কল্যাণ সংগঠনের সভাপতি ইব্রাহিম হোসেন রুবেল, সাধারণ সম্পাদক সাহেল ইসলাম, সহ-সভাপতি মাসুদ রানা, অর্থ সম্পাদক এবিএম খায়রুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রুবেল, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন রুবেল প্রমুখ।