বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এবং উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলে হুদা আকন্দ বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক ও আধাইপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী, সাবেক সম্পাদক ও মথুরাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাদী চৌধুরী টিপু, বিলাশবাড়ী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, বদলগাছী সদরের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর, মিঠাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আলমগীর, যুবদল নেতা আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম, নান্নু প্রমুখ। শেষে এক দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়।