নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে প্রাণিসম্পদপ্রদর্শনী উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে প্রাণিসম্পদ এবংডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি’র) সহযোগীতায় উপজেলাপ্রশাসন, প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ অনুষ্ঠানেরআয়োজন করেন। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্তকুমার মাহাতোর সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণকর্মকর্তা ডা. শরিফ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিতছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলাকৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়নকর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ওসাবেক অতিরিক্ত সচিব ইউনুস আলী প্রামানিক সহ অন্যান্যরা।এদিন প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণে ২৩ টি প্রাণিসম্পদ প্রদর্শনীস্টল বসানো হয়। অনুষ্ঠান শেষে খামারীদের মাঝে পুরুষ্কার বিতরণকরা হয়া।