বগুড়া: বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের এবং উপসর্গে ৫ জনসহ ৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় মারা যাওয়া ৩ জনের মধ্যে বগুড়া জেলার বাসিন্দা ২ জন। এ নিয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৬৬৪ জনের।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় মারা যাওয়ারা হলেন- শিবগঞ্জের হামিদা বেওয়া (৭০) এবং সদরের জহুরা বেগম (৭২)। এছাড়া বাকি একজন সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। একই সঙ্গে আরো ৫জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।
বুধবার ১২টায় বগুড়ার সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সাজ্জাদ উল হক জানান, গত ২৪ ঘন্টায় (৩১ আগস্ট) ২৮৩ টি নমুনা পরীক্ষায় জেলায় নতুন করে আরও ২৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার হার ৮ দশমিক ৪৮ শতাংশ। এ পর্যন্ত মোট ২১ হাজার ১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তের ২৪ জনের মধ্যে বগুড়া সদরে ১৬ জন, গাবতলীতে ২ জন, শিবগঞ্জে ৩ জন, ধুনটে ২ জন, নন্দীগ্রাম উপজেলায় ১ শনাক্ত হয়েছেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় এবং এন্টিজেন পরীক্ষায় ৭ জন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া টিএমএসএস ল্যাবে ৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ৮৩ জন। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছেন ২০ হাজার ২১১ জন। এখন চিকিৎসাধীন রয়েছে ১৪৩ জন।