দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা ২৮ হাজার ১০৫ জনে পৌঁছেছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ২ হাজার ২৩১ জনের। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জনে। সোমবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৮১৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৬ হাজার ১৪৩টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। এতে আরও বলা হয়েছে, গত এক দিনে করোনা থেকে সেরে উঠেছেন আরও ২০৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। এদের মধ্যে ঢাকায় ২ জন এবং রাজশাহীতে ১ জনের মৃত্যু হয়েছে। বাকি বিভাগগুলোতে কোনো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনায় মারা যাওয়া তিনজনই পুরুষ। এর মধ্যে ঢাকা বিভাগের দুজন এবং রাজশাহী বিভাগের একজন। তাদের সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন। ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর মৃত্যুর খবর আসে। গত প্রায় দুই বছরে মাত্র দুই দিন বাদে প্রতিদিনই মৃত্যু হয়েছে করোনায়। গত বছর জুলাই-আগস্ট মাসে দেশে করোনা সংক্রমণ চরম পর্যায়ে পৌঁছে। তখন দৈনিক শনাক্তের সংখ্যা ১৫ হাজারের ওপরে চলে যায় এবং শনাক্তের হারও ৩২ শতাংশ ছাড়ায়। তবে সেপ্টেম্বর মাস থেকে করোনায় মৃত্যু ও শনাক্ত আস্তে আস্তে কমতে থাকে। ডিসেম্বরের শুরুতে দেশে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এটি সারা বিশ্বে ভয়ংকর রূপে আবির্ভূত হলেও বাংলাদেশে এখনো সেই পর্যায়ে পৌঁছেনি। তবে ডিসেম্বর থেকেই দেশে আবার করোনা সংক্রমণ বাড়ছে। মৃত্যুর সংখ্যা বেশি না হলেও শনাক্তের সংখ্যা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।