কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ জয়পুরহাটের কালাইয়ে মহান মুক্তিযুদ্ধে বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিজয় র্যালী অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কালাই উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য এ র্যালী বের হয়। র্যালীটি কালাই পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালাই পৌরসভায় গিয়ে শেষ হয়। উক্ত বিজয় র্যালিতে জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো.আব্দুল বারী, জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.মিনফুজুর রহমান মিলন, জেলা আওয়ামীলীগের সদস্য ও কালাই পৌরসভার মেয়র মোছা. রাবেয়া সুলতানা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মো.ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য ও পুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কুদ্দুস ফকির, কালাই পৌর আওয়ামীলীগের আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হেলাল উদ্দীন মোল্লা, কালাই উপজেলা যুব-মহিলালীগের সাংগঠনিক সম্পাদক ও কালাই উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা. সাবানা আক্তার, উপজেলা যুবলীগের সভাপতি মো. ছানোয়ার হোসেন ছানা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জিন্দাপুর ইউপি চেয়ারম্যান মো.জিয়াউর রহমান, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো.তফিকুল ইসলাম তৌহিদ, কালাই উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. সাইফুল ইসলাম ফকির, কালাই উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সিসেস রত্না রশিদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদীকা মোছা. মেরী আক্তারসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে কালাই পৌরসভার চত্বরে এক সমাবেশ অনুষ্টানে বক্তব্য রাখে।