জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। রোববার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এই জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন রিয়াজ উদ্দিন আহমেদ। জানাজার নামাজে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, সাংবাদিক নেতা কবি আব্দুল হাই শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গনি চৌধুরী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ। জানাজা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, তিনি সাংবাদিকদের স্বার্থের প্রশ্নে, অধিকারের প্রশ্নে এক অনমনীয় নেতা ছিলেন এবং গণতন্ত্রের পক্ষে তার যে সংগ্রাম অবদান এ জাতি সব সময় সরণে রাখেবে। বিশেষ করে স্বৈরাচারের বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিশাল ভূমিকা রেখেছেন। আমরা তার আত্নার মাগফিরাত কামনা করি। তার পরিবারের প্রতি সহনাভূতি প্রকাশ করছি। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, তিনি আমাদের অত্যন্ত প্রিয়জন ছিলেন। আমাদের অভিভাবক ছিলেন। আজ তাকে নিস্তব্ধ নিথর রেখে আমরা কথা বলছি, এটা আমরা কয়দিন আগেও ভাবতে পারি নাই। আমরা যখন শঙ্কটে পড়তাম তখন তার পরামর্শ নিতাম। জানাজা শেষে রিয়াজ উদ্দিন আহমেদের লাশ গ্রামের বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।