জয়পুরহাট প্রতিনিধি: বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য মুক্তির দাবিতে জয়পুরহাট জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘বেআইনী সরকারের মুখে আইনের কথা শোনার দরকার নাই। বিচার বিভাগ খালেদা জিয়ার উপর অবিচার করেছে। আদালতের বিচার আমরা মানিনা। আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠিত করবো। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, আমরা যুদ্ধ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবো। তিনি আরো বলেন, অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর অনুমতি না দিলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। এজন্য তিনি নেতা-কর্মীদের প্রস্তুতি নিয়ে পাড়া মহল্লায় সংগঠিত থাকার আহবান জানান’। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে চিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার বিকেলে শহরের নতুন হাট এলাকায় জয়পুরহাট জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জয়পুরহাট জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ শামছুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু, বিষেশ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমান চন্দন ও শাহীন শওকত, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
