নওগাঁ প্রতিনিধিঃ মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ কৃষকলীগর নওগাঁ জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শহরের মুক্তির মোড় শহীদ মিনারে বাংলাদেশ কৃষকলীগ নওগাঁ জেলা শাখার আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষকলীগ নওগাঁ জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব কুদ্দরতউল্লা সরদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। বাংলাদেশ কৃষক লীগ নওগাঁ জেলা শাখার যুগ্ম-আহবায়ক খোরশেদ আলমের সঞ্চালনায় এসময় অন্যান্যর মধ্যে নওগাঁ জেলা আওয়ামীলীগের সাংগঠিনক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ডিএম আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মামুনুজ্জামান মামুন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার, জেলা যুব মহিলা লীগের সভাপতি নাতিশা আলম, সাধারণ সম্পাদক ফেন্সি আখতার প্রমূখ সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন উপজেলা ও পৌর কৃষক লীগের নেতৃবৃন্দ সহ জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।