নওগাঁয় একটি ফার্নিচার তৈরির দোকান ও গুদামে অগ্নিকা-ে পুড়ে গেছে প্রায় লাখ টাকার কাঠ ও বিভিন্ন আসবাবপত্র। শুক্রবার দুপুরে শহরের কাঁঠালতলী এলাকায় বাদশা মিয়ার ফার্নিচার তৈরির দোকানে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বন্ধ ওই কারখানা ও গুদামে হঠাৎ করে ধোঁয়া উড়তে দেখতে পায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতেও। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার নওগাঁ ও রাণীনগর উপজেলান ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে যে বিদ্যুতিক সট সার্কিট থেকে এই অগ্নিকা-ের ঘটনা ঘটতে পারে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন স্থানীয় সংসদ সদস ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মো: হারুন-অর-রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার একেএম মামুন খান চিশতী।