নওগাঁ প্রতিনিধি: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে নওগাঁয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন অফিস মিলনায়তনে সিভিল সার্জন অফিসের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন জানান, আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত জেলায় চারদিন ব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম চলবে। এতে ৬ থেকে ১১ মাস বয়সি ৩২ হাজার ৯০৯ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি ৩ লাখ ৩১ হাজার ৮০০ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার ১১টি উপজেলায় ২ হাজার ৪০৩টি কেন্দ্রে ৭ হাজার ২০৯ জন স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবী দ্বারা এই ক্যাম্পেইন পরিচালিত হবে। উক্ত সভায় সিভিল সার্জন ডা: এ.বি.এম আবু হানিফ, ডেপুটি সিভিল সার্জন ডা: মঞ্জুর এ-মোর্শেদ, মেডিকেল অফিসার ডা: আশিষ কুমার সাহা, সিভিল সার্জন কর্মকর্তা কর্মচারীসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় সিভিল সার্জন ডা: এ.বি.এম আবু হানিফ আরো বলেন, জেলায় বর্তমান চার ধরনের করোনা ভাইরাসের টিকা প্রদান করা হচ্ছে। ইতিমধ্যে জেলায় শতকরা ৪২শতাংশ নাগরিকদের করোনা ভাইরাসের প্রথম ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। তাই নওগাঁর যে কোন এলাকার যে কোন নাগরিক জেলা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মহামারি করোনা ভাইরাসের টিকা গ্রহণ করতে পারবেন। এছাড়া সরকার আগামী জুন মাসের মধ্যে দেশের শতকরা ৮০শতাংশ নাগরিককে করোনা ভাইরাসের টিকা প্রদান করার লক্ষ্যে নানামুখি পদক্ষেপ হাতে নিয়েছে। তাই করোনা ভাইরাস নিয়ে নতুন করে আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে স্বাস্থ্যবিধি বিশেষ করে বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।