মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা ঃ শারীরিক প্রতিবন্ধীকতা হার মানাতে পারেনি অদম্য কিশোরী তাসনিমকে। শারীরিক প্রতিবন্ধীকতা নিয়েও সফল মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে পড়া লেখা চালিয়ে যাচ্ছে সে। তাসনিম এবার পোরশার বড় গুন্দইল টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ থেকে নিতপুর মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। এ কেন্দ্রের সহকারী কেন্দ্র সচিব ও বড় গুন্দইল টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ সুলতান হোসেন জানান তাসনিমের দুই হাত ও দুই পা অস্বাভাবিক ও বাঁকা হলেও সে স্বাভাবিক ছাত্র ছাত্রীদের চেয়ে অনেক মেধাবী এবং লেখাপড়ায় খুব মনোযোগী। ফুকুন্দা গ্রামের মাদ্রাসা শিক্ষক মো: জাকির হোসেনের একমাত্র কন্যা তাসনিম ছোট বেলা থেকেই মেধাবী ছিল। সে পঞ্চম শ্রেণী ও অষ্টম শ্রেণীতে বৃত্তি পেয়েছিল বলে তার পারিবারিক সূত্রে জানাগেছে।