বদলগাছী( নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার ৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে উপজেলার পুরুষ ৮৩৯৫২ জন এবং মহিলা ৮৩২৮০ জন ভোটার ৭৪ টি কেন্দ্রে ৪৭৮ টি বুথে তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী ৫ বছরের জন্য ৮ জন চেয়ারম্যান, ৭২ জন সদস্য এবং ২৪ জন মহিলা সদস্য(সংরক্ষিত) নির্বাচিত করবেন। (১ নং বদলগাছী) সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে এমএম গফুর (চশমা), সাহাব উদ্দিন (টেলিফোন), আনোয়ার হোসেন (নৌকা),হাবিবুজ্জামান (আনারস),জাহাঙ্গীর আলম (ঘোড়া), এস. এম রাব্বানী (মোটর সাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। (২নং মথুরাপুর) ইউনিয়নে আঃ হাদী চৌধুরী টিপু (আনারস), মাসুদ রানা (নৌকা), জামাল হোসেন মন্ডল ( মোটরসাইকেল), মিলন হোসেন ( রজনীগন্ধা), মাহমুদুল ইসলাম (ঘোড়া) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ( ৩নং পাহাড়পুর) ইউনিয়নে আবু হাসানাত মিজানুর রহমান কিশোর ( নৌকা), জিল্লুর রহমান ( অটোরিক্সা), কামরুজ্জামান ( মোটরসাইকেল), আব্দুল আলিম( চশমা), মাহবুব আহসান হাবীব (আনারস), শাপলা বেগম ( টেলিফোন), আনোয়ার হোসেন ( ঘোড়া) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। (৪ নং মিঠাপুর) ইউনিয়নে আসাদুজ্জামান ( আনারস), ফিরোজ হোসেন( নৌকা), আব্দুর রাজ্জাক(ঘোড়া), মাহবুবুর রহমান (টেলিফোন) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। (৫ নং কোলা) ইউনিয়নে হায়দার আলী(ঢোল), ফজলে রাব্বী ফারুকী(ঘোড়া), সেলিনা মির্জা ( কাপ পিরিচ), শফিকুল ইসলাম ( টেলিফোন), শাহীনুর ইসলাম ( নৌকা), খায়রুল ইসলাম ( দুটি পাতা), জাফর ইকবাল তাজুল (টেবিলফ্যান), মেহেদী মাসুদ (অটোরিক্সা), আল মাহমুদুল হাসান বুলেট(মোটরসাইকেল), আসাদুর রহমান চৌধুরী ( আনারস), ফয়সাল ওয়ালিদ (চশমা), এইচ এম আসাদুজ্জামান ( রজনীগন্ধা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। (৬ নং বিলাশবাড়ী) ইউনিয়নে মাসুদ হোসেন শাহিন( অটোরিক্সা), সাজ্জাক হোসেন( মোটরসাইকেল), সাইদুর রহমান কেটু( ঘোড়া), মোঃ এমরান হোসেন খান (আনারস), এস এম রাফিউল হাসান( নৌকা), পলাশ হোসেন ( হাতপাখা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। (৭ নং আধাইপুর) ইউনিয়নে এ কে এম রেজাউল কবির ( আনারস), জেসমিন আরা ( চশমা), জাকির হোসেন চৌধুরী ( ঘোড়া), মোসলেম উদ্দিন ( টেলিফোন), ওছমান আলী মন্ডল( মোটরসাইকেল), শামছুল আলম ( নৌকা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। (৮ নং বালুভরা) ইউনিয়নে আল এমরান হোসেন( ঘোড়া), শেখ আয়েন উদ্দিন ( নৌকা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা নাওয়া খাওয়া বাদ দিয়ে গ্রাম থেকে গ্রামে, পাড়া থেকে পাড়ায়,ভোর থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে দুয়ারে ভোট চেয়ে বেড়াচ্ছেন। তাঁরা বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ স্থান,ফাঁকা জায়গাগুলো পোষ্টারে ছেয়ে গেছে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের টেনশন বেড়ে যাচ্ছে। জয়লাভের জন্য প্রার্থীরা বিভিন্ন রকম কৌশলও অবলম্বন করছেন।