ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাত ও অর্থপাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস. কে) সিনহার কারাদণ্ডের রায় ‘সুখকর নয়’ বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। এস কে সিনহার মামলার রায় আসার পর নিজ দপ্তরে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আনিসুল হক বলেন,‘ আমি খুব খুশি হতে পারছি না। তার কারণ হচ্ছে, ওনি বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ওনি প্রধান বিচারপতি ছিলেন। আমি একজন আইনজীবী, সারা জীবন বিচার বিভাগের সঙ্গে সম্পৃক্ত। আমার জন্য এটা সুখকর হতে পারে না।’ বাংলাদেশে কেউ আইনের ঊর্ধ্বে নয় উল্লেখ করে আইনমন্ত্রী বলেন,‘বঙ্গবন্ধু হত্যা মামলা, জেল হত্যা মামলা, মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধদের বিচার ও অন্যান্য সব দুর্নীতির যে বিচারগুলো হয়েছে, তাতে প্রমাণিত হয়েছে দেশে আইনের শাসন আছে। আদালতদ ও আইন তার নিজস্ব গতিতে চলে। প্রমাণিত হয়েছে, কেউ আইনের ঊর্ধ্বে নয়। এটা অত্যন্ত প্রয়োজন ছিল।’ এস কে সিনহা সরকারের পক্ষে রায় দিলে এমন মামলা হত না বলে একটি মহল দাবি করলেও তার কোনো ‘সারমর্ম’ নেই বলে জানান আনিসুল হক। তিনি বলেন, ‘এটা সত্য নয়। আপিল বিভাগের অনেক বিচারপতি সরকারের বিপক্ষে রায় দিয়েছেন। তাদের বেলায় তো এরকম হয়নি। তারা এসব বলছেন, তারা সরকারকে ক্রিটিসাইজ করার জন্যই বলছেন। তাদের কথার কোনো সারমর্ম নেই।’