জয়পুরহাট প্রতিনিধি: আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তে ফের কাঁটা তারের বেড়া দেয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধার মুখে কাজ বন্ধ রেখেছে তারা। এতে শুক্রবার সকাল ১০ টা থেকে উপজেলার উচনা সীমান্তের ঘোনাপাড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনা পাড়া সীমান্তে ২৮১ নম্বর মেইন সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় এই বেড়া দেয়ার চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন কয়া ক্যাম্পে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফকে বাধা দেয়। এতে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করেন। পরে এ ঘটনা নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে পতাকা বৈঠক কি সিদ্ধান্ত হয়েছে, তা এখনো বিজিবির পক্ষ থেকে জানানো হয়নি। এর আগে প্রথম ২০২৪ সালের সেপ্টেম্বরে এবং গত বছরের জানুয়ারী এবং ডিসেম্বর মাসে ওই এলাকায় কাঁটা তারের বেড়া দেওয়ার চেষ্টা করেছিল বিএসএফ সদস্যরা। কিন্তু বিজিবির বাধায় তা কখনো সম্ভব হয়নি।