দীর্ঘ ১৯ বছর পর বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়ায় আসছেন। তার আগমনকে ঘিরে বগুড়ায় বইছে উৎসবের আমেজ। তাকে একনজর দেখার জন্য জেলার নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও অপেক্ষা লক্ষ্য করা যাচ্ছে। চেয়ারম্যানের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এর স্বাক্ষরিত বিএনপি চেয়ারম্যানের কর্মসূচি: ২৯ জানুয়ারি দুপুর ১২.২৫ ঘটিকা ঢাকা থেকে বিমান যোগে রাজশাহী অবতরণ, দুপুর ১.৩০ ঘটিকা শাহ মাখদুম (রাহ:) এর মাজার জিয়ারত, দুপুর ২.০০ ঘটিকা রাজশাহী মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগদান, বিকাল ৫.৩০ ঘটিকা এটিম মাঠ, কাজির মোড়, নওগাঁ নির্বাচনী জনসভায় যোগদান, সন্ধ্যা ৭.৩০ ঘটিকা আলতাফুন্নেছা খেলার মাঠ, বগুড়া নির্বাচনী জনসভায় যোগদান, রাত ৮.৩০ ঘটিকা রাত্রীযাপন হোটেল নাজ গার্ডেন, বগুড়া। ৩০ জানুয়ারি ২০২৬ বিকাল ৩.৪৫ ঘটিকা শহীদ আবু সাঈদের কবর জিয়ারত, পীরগঞ্জ, রংপুর, বিকাল ৪.৩০ ঘটিকা রংপুর ঈদগাঁও মাঠে নির্বাচনী জনসভায় যোগদান, রাত ৯.০০ ঘটিকা রাত্রীযাপন হোটেল নাজ গার্ডেন, বগুড়া। ৩১ জানুয়ারি ২০২৬ দুপুর ২.০০ ঘটিকা বিসিক শিল্প পার্ক , সিরাজগঞ্জ নির্বাচনী জনসভায় যোগদান, দুপুর ৪.০০ ঘটিকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় যোগদান, রাত ৮.০০ ঘটিকা গুলশানস্থ বাসভবনে প্রত্যাবর্তন। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, বৃহস্পতিবার রাজশাহী ও নওগাঁয় আয়োজিত নির্বাচনি জনসভা শেষে তারেক রহমান বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। আসার পথে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেবেন তিনি। রাত ৮টার দিকে বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি বগুড়াবাসীর উদ্দেশে ভাষণ দেবেন। তিনি বলেন, তারেক রহমানের এই সফর বগুড়ার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি চেয়ারম্যান হিসেবে তিনি দলের নির্বাচনি অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা সরাসরি জনগণের সামনে তুলে ধরবেন। বিএনপির মিডিয়া সেলের সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। ঐতিহাসিক রাজশাহী আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় তিনি অংশ নেবেন এবং সেখানে প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। এরপর বিকেলে নওগাঁয় আরেকটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। নওগাঁর জনসভা শেষে তারেক রহমান বগুড়ার উদ্দেশে রওনা দেবেন। পথে দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য শেষে তিনি বগুড়া শহরে পৌঁছাবেন। জনসভা শেষে তিনি শহরতলির ছিলিমপুর এলাকায় অবস্থিত চার তারকা হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন। তার আগমন উপলক্ষে হোটেলটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নতুন ভাবে সাজানো হয়েছে নাজ গার্ডেনকে।