মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে মোহনপুর উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের একদিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা হলরুম ও মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট, আগারগাঁও, ঢাকা; বাস্তবায়ন করেন মোহনপুর উপজেলা নির্বাচন অফিস। প্রধান নির্বাচন অনুষ্ঠান পরিচালনা এবং ভোটগ্রহণ উপলক্ষে দায়িত্বশীল কর্মকর্তাদের দায়িত্ব বুঝিয়ে দিতে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফাহিমা বিনতে আখতার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফিয়া আখতার, যারা নির্বাচনের প্রস্তুতি ও দায়িত্বপালনে কর্মকর্তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন জেলা পুলিশ সুপার নাইমুল হাসান, রাজশাহী সিনিয়র নির্বাচন অফিসার মোতাওয়াক্কিল রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল হেলেনা আক্তার, মোহনপুর থানা অফিসার ইনচার্জ ওসি এসএম মঈনুদ্দীন ও উপজেলা নির্বাচন অফিসার হাইউল ইসলাম। প্রশিক্ষণ টেবিল ও বাস্তব অনুশীলনে বিভিন্ন উপজেলার নির্বাচন কর্মকর্তারা প্রশিক্ষক হিসাবে অংশ নেন। প্রশিক্ষণে মোট ৫০ জন প্রিজাইডিং অফিসার, ৩০৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ৬১০ জন পোলিং অফিসার অংশগ্রহণ করে তাদের দায়িত্ব পালনে প্রস্তুতি জোরদার করেন। প্রশিক্ষণে ভোটগ্রহণ প্রক্রিয়া, ইভিএম ও পেপার ব্যালট ব্যবহারের নিয়ম, আইনগত বাধ্যবাধকতা ও সুষ্ঠু ও নিরাপদ ভোটগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়।