দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়ার মোস্তফাপুর আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৮জানুয়ারি বুধবার দুপুরে এক আলোচনা সভা অধ্যক্ষ আব্দুল হামিদ সেখ এর সভাপতিত্বে ও জৈষ্ঠ্য প্রভাষক কুতুব শাহাব উদ্দিন বাবু এবং সিনিয়র শিক্ষক মোখলেছার রহমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন, একাডেমিক সুপারভাইজার মাহামুদুন নবী। আমন্ত্রিত অতিথির হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী। এ সময় অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক জিয়াউল হক, জ্যেষ্ঠ প্রভাষক হোসেন আলী, প্রভাষক তাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক নাইজুল ইসলাম, প্রভাষক মুশফিকুর রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন মিনার, কলেজ শিক্ষক প্রতিনিধি সিদ্দিকুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। শেষে শিক্ষার্থীদের সমন্বয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।