বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠা ও বিরাজমান সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের জন্য ধানের শীষে ভোট দিন। কারণ ধানের শীষের দল বিএনপি ছাড়া কেউ জনগণের স্বার্থরক্ষায় কাজ করেনি। বিএনপি যখনই ক্ষমতায় থাকে- দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা, কৃষি, শিক্ষা,স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে,নিরাপদে থাকে। অতীতে ধানের শীষে ভোট দিয়ে মানুষ ঠকেনি, বরং জিতেছে। আগামীতেও জিতবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে বগুড়া-৬ সদর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ২৭ জানুয়ারি মঙ্গলবার বিকালে বগুড়া পৌরসভা ২১ নং ওয়ার্ডের ভাটকান্দী পশ্চিম পাড়ায় উঠান বৈঠকে বক্তব্যে তিনি উক্ত কথা বলেন। সাবেক এমপি লালু আরো বলেন, একটি গোষ্ঠীৃ ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে।’ ১২ ফেব্রুয়ারি ভোটের দিন ভোট দেওয়ার পাশাপাশি ভোটকেন্দ্র পাহারা দিতেও দলের নেতাকর্মীসহ ভোটারদের আহ্বান জানান ।

বগুড়া পৌরসভা ২১ নং ওয়ার্ডে বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুদ এর সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর রিগ্যান, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, ২১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সাজেদুর রহমান স্বপন, সহ-সভাপতি ইসরাফিল হোসেন, সাংগঠনিক সম্পাদক হোসাইনুল করিম, শহর বিএনপির ক্রিয়া সম্পাদক আরিফুর রহমান দিপন, শহর মহিলা দলের সাধারণ সম্পাদক রঞ্জনা বেগম, প্রচার সম্পাদক ফেরদৌস। এছাড়া উপস্থিত ছিলেন গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল লতিফ, গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজাউদ্দিন সুজা, গাবতলী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহতাছিন বিল্লা মুন, ২১ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রওশন মাস্টার, সুজন মাস্টার, আমিনুর, আব্দুর রাজ্জাক, কাওসার আহমেদ বাবু,শহিদুল মন্ডল, আমজাদ, জাহাঙ্গীর, আব্দুল মোমিন, শহিদুলসহ নেতৃবৃন্দ। পরে বগুড়া পৌরসভা ২১ নং ওয়ার্ডের ভাটকান্দী পশ্চিম পাড়ায় এলাকায় ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন ।