দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে মা সমাবেশ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৬জানুয়ারি সোমবার বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম এর সভাপতিত্বে ও শিক্ষক রাজু আহম্মেদের পরিচালনায় আলোচনা সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক আবুল কালাম মোস্তফা, দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী, বিশ্ববিদ্যালয় ক্লাবের সভাপতি আব্দুস সালাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম বেলাল হোসেন, অভিভাবক এম,ডি রাজা, শিক্ষার্থী রুহানী জান্নাত প্রমুখ। এসময় উপজেলা হিসাব রক্ষণ অফিসার শহীদুল ইসলাম, উপজেলা শিক্ষার মান উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রেসিডেন্ট স্কাউট এ্যাওয়ার্ডপ্রাপ্ত সদস্যদের হাতে ক্রেস্ট এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।