শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির চেয়ারম্যন তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রিড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে বগুড়ায় মহরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি শনিবার বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রল মসজিদে পরিবারের আয়োজনে এ দোয়া মাহফিল হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক মেয়র এড. মাহবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল,পরিবারের পক্ষে ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, সাইদুজ্জামান শাকিল, আব্দুল গফুর দারা, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাক হারুনুর রশিদ সুজন, শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিপলু, শহর জাসাসের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান পিয়াস, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান,সহ-সভাপকি শোয়েব ইসলাম অভি, আল আমিন সরকার, উজ্জল হোসেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে খাবার বিতরন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুল্লাহ।