বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম বলেছেন, আমরা খুশি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ সদর আসনে ভোট করছে। জান প্রাণ উজাড় করে দিয়ে ধানের শীষে ভোট করতে চাই। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিটি পাড়া, মহল্লা ও গ্রামের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে হবে। তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জামানত বাজায়েপ্ত করতে হবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান দেশের মধ্যে এ আসনে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হবে। তিনি বুধবার বিকালে বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ময়নুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, শহর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামিম, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর শাহ্ মো: মেহেদী হাসান হিমু,জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি শাহাজাদী আঞ্জুমান আরা লাইলী, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাজেদুর রহমান রাজু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শোয়েব ইসলাম অভি। উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, সৈয়দ আব্দুল গফুর দারা, খায়রুজ্জামান জিয়া, আতিক মল্লিক, ঠান্ডাসহ ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।