গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ২১ জানুয়ারি বুধবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী কলাকোপা’তে “মেহেরুন নেছা আম্র কানন” ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ড. মোঃ বোরহান উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু এবং গ্রীন কলাকোপা এষ্টেট এর মহাপরিচালক এবং দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার, উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপিকা মাহমুদা হাকিম, অধ্যাপিকা ফজিলাতুন নেছা, মোঃ মামদুদুর রহমান শিফন, সামসুন নাহার শিমু, পরিবারের সদস্য (সাবেক এমপি লালু’র জোষ্ঠ পুত্র) মোঃ সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, কনিষ্ঠ পুত্র ও দৈনিক উত্তর কোণ পত্রিকার সম্পাদক মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়, সহধর্মীনি তাহরিমা আফরিন তমা ও পুত্র সাদাদুজ্জামান তালুকদার জাওয়াদ ও সাফারাতুজ্জামান তালুকদার জেইন রহমান সহ পরিবারের সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ।