গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ২১ জানুয়ারি বুধবার বগুড়ার গাবতলী বালিয়াদিঘী চারমাথা’য় ইউনিয়ন নির্বাচনী (ধানের শীষ মার্কা) কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এর পূর্বে সাবেক প্রধানমন্ত্রী দেশমাতা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। ৩নং ওর্য়াড বিএনপির সহ-সভাপতি ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য আব্দুল মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইলিয়াস মাহমুদ উজ্জ্বল, জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সারওয়ার হোসেন জুয়েল , বালিয়াদিঘী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কৃষি বিষয়ক সম্পাদক বাবলু মন্ডল, ছাত্র বিষয়ক সম্পাদক কাজল হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌরাত হোসেন পাইলট, যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, লিটন সরকার, বেলাল হোসেন, যুবদল নেতা জাহাঙ্গীর হোসেন, বালিয়াদিঘী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিবন ইসলাম, সদস্য সচিব শহিদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল নেতা আকাশ আহমদ, মোত্তাছিন বিল্লাহ আলিফ, ইউনিয়ন তাতীঁদলের সভাপতি আল আমিন লিটন, ইউনিয়ন জাসাস এর সভাপতি আনোয়ার হোসেন লয়ে, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান তরুন সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।