রংপুর প্রতিনিধি: রংপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামু ‘ধানের শীষ’ প্রতীক বুঝে পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে রংপুর জেলা প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি নিজে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকের চিঠি গ্রহণ করেন।প্রতীক গ্রহণের পর উপস্থিত সাংবাদিকদের শামসুজ্জামান সামু বলেন, “রংপুরের মাটি ও মানুষের প্রাণের প্রতীক ধানের শীষ আজ আমি হাতে পেলাম। এই প্রতীক জনগণের অধিকার আদায়ের প্রতীক। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই এবং আশা করি একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা বিপুল ভোটে জয়ী হয়ে রংপুর-৩ আসনটি পুনরুদ্ধার করতে পারব ইনশাআল্লাহ।”তিনি আরও বলেন, “রংপুরের মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে। মাঠ পর্যায়ের চিত্র বলে দিচ্ছে সাধারণ মানুষ ধানের শীষের সঙ্গে আছে। আমরা নির্বাচনের শেষ পর্যন্ত লড়াই করে যাব এবং বিজয়ী হয়ে জনগণের কল্যাণে কাজ করব।”এ সময় স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও কর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। প্রতীক বরাদ্দের পর নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।