ঘোড়াঘাট প্রতিনিধিঃ-দিনাজপুরের ঘোড়াঘাটে ১৯৮২ সালের মেডিকেল প্রাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী নিয়ন্ত্রণ আইনে ৪ টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে পরিচালনা করে মোট ৪২ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দিনব্যাপী দুপুর ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার ওসমানপুর বাজার, ডুগডুগী হাট ও রানীগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ এর নেতৃত্বে মেডিক্যাল এবং ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এবং মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরী (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর বিভিন্ন ধারায় মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে লাইসেন্স না থাকার কারনে উপজেলার ওসমানপুরে আদর্শ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সকল কার্যক্রম বন্ধসহ ম্যানেজার মাহবুরকে ৫ হাজার টাকা ,ডুগডুগি হাটে এসএ ডায়াগনস্টিকে রোগী দেখা অবস্থয় ভূয়া ডাক্তার কামাল হোসেনকে ৩০ হাজার টাকা এবং অনুমোদন না থাকার কারনে আল্ট্রাসনোগ্রাম ও প্যাথলেজি ল্যাব সিলগালা করা হয়। উপজেলার রানীগঞ্জ বাজারে অবস্থিত লাইসেন্স বিহীন ইসলামী ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারকে ৫ হাজার টাকা এবং অনিয়ম পরিলক্ষিত হওয়ায় মোস্তাক ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন দিয়ে সহযোগিতা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডাঃ মোঃ সোলায়মান হোসেন মেহেদী। এসময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট থানার এসআই মোঃ মামুনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন। এসময় বেসরকারি ডায়াগনস্টিক ও ক্লিনিক ও ল্যাবরেটরী সেন্টার থেকে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও কেমিক্যাল জব্দ করা হয়েছে।