ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্ধারিত হবে দেশ লিবারেল ডেমোক্রেটদের নাকি উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকজনের হাতে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের হলে বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন আসছে, দেখা যাক কে কতটা ভোট পায়। সেজন্য আমরা ভোটের জন্য উন্মুখে আছি। আমরা নির্বাচন চাই। আমরা জনগণের কাছে যাবো, জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আছি। আর যদি বাদ দেয় আমরা বিরোধী দলে থাকবো, তাই না। আগে থেকে এত গলাবাজি কেন ভাই? আজকে আমাদের এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা। এই নির্বাচনে নির্ধারিত হবে যে, এই দেশ কি লিবারেল ডেমোক্রেটদের হাতে থাকবে? নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকজনের মধ্যে থাকবে? আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে, গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে, মানুষের কল্যাণের রাস্তা বেছে নিতে হবে।’তিনি বলেন, ‘সে কারণেই আমাদের ৩১ দফা, আমাদের চেয়ারম্যান তারেক রহমান যে আট দফা দিয়েছেন আবার নতুন করে, ফ্যামিলি কার্ড, ফার্মারস কার্ড এই বিষয়গুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। ধানের শীষকে যদি আমরা জয়যুক্ত করি তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে, আমাদের মাতা বেগম খালেদা জিয়ার প্রতি আমাদের শ্রদ্ধা জানানো হবে।’ জামায়াতে ইসলামীর অতীত ভূমিকার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা মনে করি রাজনীতি করছেন, রাজনীতি করেন, সিধা রাস্তায় করেন। ধর্মকে ব্যবহার করে, মানুষকে বিভ্রান্ত করে, ভুল বুঝিয়ে নয়। দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যেতে পারবে—চিন্তা করেন! তাহলে আর নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লেট সারেন্ডার করা, ঈমান আনা, এগুলো দরকার নাই, নাকি? আমাদের এখানে অনেক ওলামা আছেন, তারা বলতে পারবেন।’ তিনি বলেন, ‘এরা হচ্ছে, এই মুনাফিকি করে মানুষকে ভুল বুঝায়, ভ্রান্ত বুঝায় যে তারা এই সমস্ত করে বরাবর। আজকে না, পাকিস্তান যখন হয় ভারত বর্ষে যখন স্বাধীন হচ্ছে, যখন যে যার লড়াই করছেন, মুসলমানদের আবাসের স্থল পাকিস্তানের জন্য তখন তাদের নেতা মাওলানা মওদুদী পাকিস্তান আন্দোলন করেননি, বিরোধিতা করেছেন। আজকে বলতে বাধ্য হচ্ছি এসব কথা, কারণ তারা এই কথাগুলো আজকে বিভিন্নভাবে মিথ্যা প্রচার করেন। ফখরুল বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ করেছেন প্রতিটি মানুষ। তারা বিরোধিতা করেছে, ঠিক না? আজকে প্রতি মানুষ যখন ভোটের জন্য উন্মুখ হয়ে আছে , বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি, তারেক রহমানের নতুন রাজনীতি, আধুনিক রাজনীতি যা বাংলাদেশকে পাল্টে দেবে তা গ্রহণ করার জন্য মানুষ উন্মুখ হয়ে আছে। তখন তারা আবার সেটা বিভ্রান্ত সৃষ্ট করছে ধর্মের নামে।’