রংপুর: রংপুরের পীরগঞ্জে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ প্রতীকের পক্ষে জনমত গড়তে মাঠপর্যায়ে ব্যাপক প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তি।সংগঠনের কেন্দ্রীয় সংগঠক মাসুম বিল্লাহর নেতৃত্বে ৯নং পীরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই প্রচার অভিযান ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়।
সরেজমিনে দেখা যায়, মাসুম বিল্লাহর নেতৃত্বে জাতীয় যুবশক্তি ও এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের কৃষকের খেতে,খামারে এবং কর্মব্যস্ত সাধারণ মানুষের কাছে গিয়ে প্রচারপত্র বিলি করছেন।এসময় তারা সাধারণ মানুষের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং গণভোটে ‘হ্যাঁ’ জয়ের গুরুত্ব ব্যাখ্যা করেন।
প্রচারণাকালে মাসুম বিল্লাহ সাংবাদিকদের বলেন, “দেশের ভবিষ্যৎ সমৃদ্ধি ও পরিবর্তনের লক্ষ্যে এই গণভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তৃণমূলের মানুষের কাছে যাচ্ছি যেন কেউ বিভ্রান্ত না হয় এবং সবাই স্বতস্ফূর্তভাবে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দেয়। সাধারণ মানুষের স্বতস্ফূর্ত সাড়াই বলে দিচ্ছে পীরগঞ্জে ‘হ্যাঁ’ প্রতীকের বিজয় সুনিশ্চিত।”এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুবশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মাঠের কিষাণ থেকে শুরু করে হাট-বাজারের ব্যবসায়ীদের কাছে গিয়ে লিফলেট পৌঁছে দেন এবং নির্বাচনী শৃঙ্খলা বজায় রেখে ভোটদানের আহ্বান জানান। তৃণমূল পর্যায়ে মাসুম বিল্লাহর এই ব্যতিক্রমী প্রচারণা সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।