রংপুর প্রতিনিধি : “দেশের চাবি আপনার হাতে” প্রতিপাদ্য নিয়ে রংপুরের সদ্যপুস্করণী ও চন্দনপাট ইউনিয়নে বিশেষ প্রচারণা চালিয়েছে ‘ভোটের গাড়ি’। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই জাতীয় সনদ’ বিষয়ে গণভোটের গুরুত্ব তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়।প্রচারণা কার্যক্রমে উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।এসময় তিনি বলেন, “সাধারণ মানুষকে ভোটাধিকার ও গণভোটের তাৎপর্য সম্পর্কে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও রাষ্ট্রীয় সংস্কারের বার্তা প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিতে এই আধুনিক তথ্য-সংবলিত প্রচারণা যানটি কাজ করছে।” প্রচারণাকালে এলইডি স্ক্রিনে জুলাই গণঅভ্যুত্থানের প্রামাণ্যচিত্র এবং নির্বাচন ও গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ বার্তা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।