রংপুর প্রতিনিধি: রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সমর্থনে তার গণসংযোগ ও প্রচারণা তীব্রতর করেছেন।গতকাল বাদ মাগরিব কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের মদামুদন হাজিপাড়া ও ভাটিয়াপাড়া এলাকায় আয়োজিত পৃথক দুটি জনাকীর্ণ উঠান বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে তিনি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে টেকসই করতে ভোটারদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জোরালো আহ্বান জানান।
বক্তব্যে আখতার হোসেন বলেন, “জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতেই আমরা ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় নেমেছি। দেশের এই ক্রান্তিকালে সঠিক সিদ্ধান্ত নিতে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।” মদামুদন হাজিপাড়া ও ভাটিয়াপাড়া এলাকার সাধারণ মানুষের সরব উপস্থিতিতে এই উঠান বৈঠকগুলো অনেকটা নির্বাচনী উৎসবে পরিণত হয়। স্থানীয় ভোটারদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ সময় জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।